মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

আমারে রক্ষা কর

মায়া ডরে
বাধিছ মোরে
তোমার লাগিয়া
দিবানিশি কাঁদিয়া
ওগো যাই যেন গো মরে ।

কত রাত নিশিতে জাগি
বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়েছি তোমার লাগি

যেন পাল ছেড়া হাল ভাঙ্গা এক মৃত্যু পথ যাত্রী নাবিক
ঝড়ের কবলে পড়ে বেঁচে থাকার কাতর তৃষায়
ভাঙ্গিছে বুকের পাথর
হাতে নিয়ে ভিক্ষার থালার মত এক ছেড়া ফাড়া প্রাণ ।

মোরে শেষ রক্ষা কর ভিক্ষাদাও
আমার বেঁচে থাকার শেষ সম্বল
আমার প্রথম ও শেষ ভালবাসা
হে মানুষ হে পৃথিবী তুমি এত নিষ্টুর হইও না
আমারে রক্ষা কর আমারে রক্ষা কর ।
 

শনিবার, ২৪ মে, ২০১৪

বৃষ্টি মানি

যে শূন্যতা থেকে পৃথিবী সহ মহা বিশ্বের সব সৃষ্টি সেই শূন্যতায় শূন্য ভাবে বসে থাকতে আর লাগেনা ভাল, ইচ্ছে হয় সেই শূন্যতায় তোমাকে নিয়ে জালী পুর্নতার আলো।

বৃষ্টি মানি অঝর ধারা ভালবাসার ঝরে পড়া
বৃষ্টি মানে সৃষ্টির আশায় নুয়ে পড়া ।

শনিবার, ১৭ মে, ২০১৪

ভালবাসার জন্য

ভালবাসার জন্য দূরে কোথায় চলে যাই
ভালবাসার জন্য আবার ফিরে আসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।

ভালবাসার জন্য সবি ভুলে যাই
ভালবাসার জন্য সবি তুলে কুলে লই
ভালবাসার জন্য সর্বনাশ হই সর্বনাশি 
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।

ভালবাসার জন্য করি পণ ধরি জীবন বাজী
ভালবাসার জন্য গড়ি স্বপন মরতে রাজি
ভালবাসার জন্য ভুলে যাই দুক্ষ জনম কোটি বেদনা রাশি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।

ভালবাসার জন্য দেশান্তরী
ভালবাসার জন্য অকূলে ভাসাই জীবন তরী
ভালবাসার জন্য সপে দেই প্রাণ হই চরণ দাসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।

ভালবাসার জন্য আমার জন্ম আমার মৃত্যু করিনা কিছু ভয়
ভালবাসার জন্য আমি বন্য আমি ধন্য করেছি ভালবাসারে জয়
ভালবাসার আশে আমি আয়েসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।

শনিবার, ৩ মে, ২০১৪

অমৃত শ্রুতেলা নদী

যখন প্রথম দেখেছিলাম তারে
শেই তেকে হৃদয়ে যে প্রেমের আগুন
লেগেছিল সে আগুন এক যুগ পেরিয়ে
আজ অব্দি ঝিকি ঝিকি জলে যাচ্ছে নিরবে
আমি জলে পোড়ে ছারখার তবু তার প্রেমে মধুময় বাহার
আমায় প্রথিনিত দিয়ে যাচ্ছে এক বিষণ সুখ
আমি সেই সুখে
গলে মমের মত জলহয়ে মিশে যাই
প্রতি রাতে তার অমৃত শ্রুতেলা নদীতে ।