ভালবাসার জন্য দূরে কোথায় চলে যাই
ভালবাসার জন্য আবার ফিরে আসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য সবি ভুলে যাই
ভালবাসার জন্য সবি তুলে কুলে লই
ভালবাসার জন্য সর্বনাশ হই সর্বনাশি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য করি পণ ধরি জীবন বাজী
ভালবাসার জন্য গড়ি স্বপন মরতে রাজি
ভালবাসার জন্য ভুলে যাই দুক্ষ জনম কোটি বেদনা রাশি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য দেশান্তরী
ভালবাসার জন্য অকূলে ভাসাই জীবন তরী
ভালবাসার জন্য সপে দেই প্রাণ হই চরণ দাসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য আমার জন্ম আমার মৃত্যু করিনা কিছু ভয়
ভালবাসার জন্য আমি বন্য আমি ধন্য করেছি ভালবাসারে জয়
ভালবাসার আশে আমি আয়েসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য আবার ফিরে আসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য সবি ভুলে যাই
ভালবাসার জন্য সবি তুলে কুলে লই
ভালবাসার জন্য সর্বনাশ হই সর্বনাশি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য করি পণ ধরি জীবন বাজী
ভালবাসার জন্য গড়ি স্বপন মরতে রাজি
ভালবাসার জন্য ভুলে যাই দুক্ষ জনম কোটি বেদনা রাশি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য দেশান্তরী
ভালবাসার জন্য অকূলে ভাসাই জীবন তরী
ভালবাসার জন্য সপে দেই প্রাণ হই চরণ দাসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
ভালবাসার জন্য আমার জন্ম আমার মৃত্যু করিনা কিছু ভয়
ভালবাসার জন্য আমি বন্য আমি ধন্য করেছি ভালবাসারে জয়
ভালবাসার আশে আমি আয়েসি
ভালবাসার জন্য জন্ম আমার তাই ভালবাসি ভালবাসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন