মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

আমারে রক্ষা কর

মায়া ডরে
বাধিছ মোরে
তোমার লাগিয়া
দিবানিশি কাঁদিয়া
ওগো যাই যেন গো মরে ।

কত রাত নিশিতে জাগি
বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়েছি তোমার লাগি

যেন পাল ছেড়া হাল ভাঙ্গা এক মৃত্যু পথ যাত্রী নাবিক
ঝড়ের কবলে পড়ে বেঁচে থাকার কাতর তৃষায়
ভাঙ্গিছে বুকের পাথর
হাতে নিয়ে ভিক্ষার থালার মত এক ছেড়া ফাড়া প্রাণ ।

মোরে শেষ রক্ষা কর ভিক্ষাদাও
আমার বেঁচে থাকার শেষ সম্বল
আমার প্রথম ও শেষ ভালবাসা
হে মানুষ হে পৃথিবী তুমি এত নিষ্টুর হইও না
আমারে রক্ষা কর আমারে রক্ষা কর ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন