যখন প্রথম দেখেছিলাম তারে
শেই তেকে হৃদয়ে যে প্রেমের আগুন
লেগেছিল সে আগুন এক যুগ পেরিয়ে
আজ অব্দি ঝিকি ঝিকি জলে যাচ্ছে নিরবে
আমি জলে পোড়ে ছারখার তবু তার প্রেমে মধুময় বাহার
আমায় প্রথিনিত দিয়ে যাচ্ছে এক বিষণ সুখ
আমি সেই সুখে
গলে মমের মত জলহয়ে মিশে যাই
প্রতি রাতে তার অমৃত শ্রুতেলা নদীতে ।
শেই তেকে হৃদয়ে যে প্রেমের আগুন
লেগেছিল সে আগুন এক যুগ পেরিয়ে
আজ অব্দি ঝিকি ঝিকি জলে যাচ্ছে নিরবে
আমি জলে পোড়ে ছারখার তবু তার প্রেমে মধুময় বাহার
আমায় প্রথিনিত দিয়ে যাচ্ছে এক বিষণ সুখ
আমি সেই সুখে
গলে মমের মত জলহয়ে মিশে যাই
প্রতি রাতে তার অমৃত শ্রুতেলা নদীতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন