সখি ভালবাসা কারে কয়
তুমি হীনা কেন প্রথিদিন গভির
বেদনায় কাঁদে হৃদয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা করেছি জয়
নির্ভয় তোমারে ভালবেসে
তবু এবেলায় কেন আজ
কাঁদি অবশেষে
জানিনা এ কান্নার শেষ পরিণয়
সখি ভালবসা কারে কয়
সখি ভালবসা কারে কয়
দিয়েছ প্রেম মালা পরায়ে
নিয়েছ বুকে জড়ায়ে
হয়েছে সৃষ্টি প্রেমের মধুর বলয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবসা কারে কয়
আজ আমি একা
জানিনা কবে হবে আর দেখা
সে আশায় রাত্রি, ভোর ,সূর্য উদয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
ভালবাসা করতে প্রেমময়
গলায় দেব ফাসি বিনিময়
তখনি বুজবে প্রিয়া আমার এই গভির প্রণয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
তুমি হীনা কেন প্রথিদিন গভির
বেদনায় কাঁদে হৃদয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা করেছি জয়
নির্ভয় তোমারে ভালবেসে
তবু এবেলায় কেন আজ
কাঁদি অবশেষে
জানিনা এ কান্নার শেষ পরিণয়
সখি ভালবসা কারে কয়
সখি ভালবসা কারে কয়
দিয়েছ প্রেম মালা পরায়ে
নিয়েছ বুকে জড়ায়ে
হয়েছে সৃষ্টি প্রেমের মধুর বলয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবসা কারে কয়
আজ আমি একা
জানিনা কবে হবে আর দেখা
সে আশায় রাত্রি, ভোর ,সূর্য উদয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়
ভালবাসা করতে প্রেমময়
গলায় দেব ফাসি বিনিময়
তখনি বুজবে প্রিয়া আমার এই গভির প্রণয়
সখি ভালবাসা কারে কয়
সখি ভালবাসা কারে কয়