বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

দুর্বিষহ জীবন

দুর্বিষহ জীবন
ইট পাঁথর কাচের শহরে
কে কবে কোথায় কত টুকু
ভীষণ অসহায় হয়ে পড়ে আছে
খোলা আকাশের নিচে রাস্তার পাশে 
তার খবর কেউ কি কখন রাখো ?
প্রতিদিন জলছে  ঠায় দাড়িয়ে থাকা লেম্পোষ্টের ঝলমলে আলো ,
প্রতিটা দালান কোঠার ঝকমকে প্রদীপ
তার মাঝে হাসি খুশি করে থাকা মানুষ  জানিনা কত সুখে আছে
গান গাচ্ছে ছেলে মেয়েকে চুমু খাচ্ছে ,স্ত্রীর গায়ের নরম আধরে নিজেকে করছে উৎসর্গ।
সকাল হচ্ছে অফিসে যাচ্ছে
সন্ধ্যায় ঘরে ফিরে চা , আথবা কফি নিয়ে মেতেছে আয়েশের আড্ডা,
তাদের জীবন কত না সহজ কত না সরল
আর এই ভবঘুড়ে আর এই ঘর সংসার সর্বশ্য হারা ছেড়া ফাড়া জামা ওলা লোকটার জীবন কি ভীষণ দুর্বিষহময় তোমারা কি কেউ তার খবর রাখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন