রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ভালবাসি, ভালবাসি, ভালবাসি

ভালবাসার লাল গোলাপ হাতে 
নতজানু হয়ে তোমার পায়ে পড়ে
যখন বলেছিলাম ভালবাসি ।
তখন তুমি কঠিন মুখে বলেছিলে ঘৃণা করি ।
আঙ্গুল কলম বানিয়ে
হৃদয়ের রক্তকে কালি বানিয়ে
যখন পত্র লিখেছিলাম,ভালবাসি
তখনো বললে ঘৃণা করি ।
মাটিতে শুয়ে প্রতীবাদ করেবলে ছিলাম
আকাশ নীলা তুমি যেওনা ঐ যুবকের সাথে ।
তুমি পাথর ভাঙ্গার মত আমার
হৃদয় ভেঙ্গে চলে গেলে বুকের উপর দিয়ে ।
আজ কুঁড়ি বছর পর
দেখলাম বসে আছ দাওয়ায়
এল মেল চুল , কি এক গভীর চিন্তায় মগ্ন ।
তোমার পাসে এসে দাঁড়ালাম
নির্ধিদায় বললাম আমার সাথে চল ।
তখন তুমি চোখ বড় করে কপালে তুলে
একটু মিষ্টি হেসে বললে
তুমি এখনো আমায় ভালবাস ?
আমি বললাম যে ভালবাসে
সে আজীবন ভালবাসে
ভালবাসা কি কুঁড়ি বছরের ব্যাবধানে ফুঁড়িয়ে যায় ?
তখন শুধু অবাক নয়নে আমার পানে থাকিয়ে বলেছিলে
তুমি তাড়াতাড়ি চলে যাও
ও চলে আসবে ।
আমি চলে আসি
চোখের জলে বাসি
বলে আসি ভালবাসি, ভালবাসি, ভালবাসি ।

তনু হত্যা বিচার নিয়ে এই প্রভাসি ভাই এর ৭ মিনিটের লাইভ ভিডিও বার্তা শুন...

বুধবার, ২ মার্চ, ২০১৬

ধর্ম

       ধর্ম 

ধর্মের নামে কবে বন্ধ হবে হত্যা
ধর্মের নামে কবে বন্ধ হবে ধর্ষণ
ধর্মের নামে কবে বন্ধ হবে ফতুয়া
ধর্মের নামে কবে বন্ধ হবে ধর্মানুভুতি
ধর্মের নামে কবে বন্ধ হবে জিহাদ
ধর্মের নামে কবে বন্ধ হবে জঙ্গিবাদ
ধর্মের নামে কবে বন্ধ হবে মানুষের প্রথি মানুষের দন্ধ
ধর্মের নামে কবে বন্ধ হবে অন্ধকার
ধর্মের নামে কবে বন্ধ হবে অত্যাচার
ধর্মের নামে কবে বন্ধ হবে অনাচার
ধর্মের নামে কবে বন্ধ হবে অবিচার
ধর্মের নামে কবে বন্ধ হবে কেড়ে নেয়া মত প্রকাশের অধিকার
ধর্মের নামে কবে বন্ধ হবে অমানবিকতা
ধর্মের নামে কবে বন্ধ হবে ছুড়ে ফেলা মানবতা
ধর্মের নামে কবে বন্ধ হবে  কেড়ে নেয়া স্বাধীনতা
ধর্মের নামে কবে বন্ধ হবে বোমা বাজি জতাততা

সারা দিন কান্না পায় ।



সারা দিন কান্না পায় । 


জানি না তুমি কেমন আছ
তবে আমি বুকে হাত রেখে শপথ করে বলতে পারি বারাংবার
তুমি চলে যাবার পরথেকে
একদিনও আমি ভাল নেই
আমার মন ভালো নেই ।

আমি কোন দিন ভাল ছিলাম না
আমার ভালো থাকার কোন পথ নেই
কোন দিন ভাল থাকবনা
আমার কোন দিন ভালো থাকার এতো টুকু আশ্বাস নেই
আমার কোন দিন ভালো থাকারএতো টুকু বিশ্বাস নেই
আমি পারবনা ভালো থাকতে কোন দিন ।

আমাকে মনে রেখ
আমাকে ভুলে যেওনা
আমাকে ফেলে দিও না
আমাকে ছেড়ে চলে যেওনা বহুদূর ।

আমাকে মনে করে বারান্দায় বসে যদি ফেল এক ফুটা চুখের জল
জানালার পাসে দেখবে দাড়িয়ে এক প্রেমিক পাগল ।
এই পাগল সারা জীবন তোমার জন্য পাগল ছিল পাগল থাকবে
যদি ডাক দাও হাত বাড়িয়ে
সে আসবে বুক বাড়িয়ে
যদি তুমি ফুল দাও
দেবে হৃদপিণ্ড খুলে
যদি মন দাও জীবন দেবে তোমার হাতে তুলে ।

আমি তোমারি
আমি তোমার
তুমি ছাড়া ভাবিনা কিছু আর
গহীন সাগরে তুমি আমার একখানা তরী
তুমিছাড়া বলবাচি কি করি
কি করি হায়
সারা দিন কান্না পায়
ছন্যছাড়া হয়েগুরি তোমার লাগি
কোথায় আছ তুমি
কোথায় গেছ তুমি
হয়েছি তোমার প্রেমের বিবাগি ।

রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না

প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না।


প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবনা
তোমার লাল ঠোট গোলাপের পাপড়ির মত ।
কাল পাজামা
সবুজ কামিজ
তোমার ঐ সুন্দর নাটোরের বনলতা সেনের মত
পাখির নীড়ের মত চোখ ।
আমি ...আমি এক মুহুর্তের জন্য ভুলতে পারিনা ।

আমি মরে যাব প্রিয়তমা
এই তোমায় কথা দিলাম
তুমি যদি ফিরে না আস ।
আমি মরে যাব ।

আমার হাতে বিষের পেয়ালা
আকাশ ভেঙ্গে পড়েছে মাথায়
ঘুম নেই চোখের পাতায়
মাটি নেই পায়ের পাতায় ।

তুমি চলে যাওয়ার প্রথম প্রহর থেকে
আমার বাগানের সব ফুল ঝরে গেছে
কৃষ্ণচুরা বৃক্ষ
সাধের ময়না পাখি
প্রজাপতি সব মরে গেছে ।
আমিও মরে যাব ।

তুমি নাই তো কিছু নাই
কেউ নাই ।
সব শুন্য ...... শুন্য লাগে ।