বুধবার, ২ মার্চ, ২০১৬

রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না

প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না।


প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবনা
তোমার লাল ঠোট গোলাপের পাপড়ির মত ।
কাল পাজামা
সবুজ কামিজ
তোমার ঐ সুন্দর নাটোরের বনলতা সেনের মত
পাখির নীড়ের মত চোখ ।
আমি ...আমি এক মুহুর্তের জন্য ভুলতে পারিনা ।

আমি মরে যাব প্রিয়তমা
এই তোমায় কথা দিলাম
তুমি যদি ফিরে না আস ।
আমি মরে যাব ।

আমার হাতে বিষের পেয়ালা
আকাশ ভেঙ্গে পড়েছে মাথায়
ঘুম নেই চোখের পাতায়
মাটি নেই পায়ের পাতায় ।

তুমি চলে যাওয়ার প্রথম প্রহর থেকে
আমার বাগানের সব ফুল ঝরে গেছে
কৃষ্ণচুরা বৃক্ষ
সাধের ময়না পাখি
প্রজাপতি সব মরে গেছে ।
আমিও মরে যাব ।

তুমি নাই তো কিছু নাই
কেউ নাই ।
সব শুন্য ...... শুন্য লাগে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন