প্রথম দিনের সূর্য
যখন নেমে আসে পশ্চিম আকাশে
কপোত-কপোতীরে জড়িয়ে ধরে ভালোবেসে ।
হৃদয়ের এই মধুর খেলা
থামে না কভু নেমে আসে সন্ধ্যা
কেটে যায় বেলা ।
সন্ধ্যার আকাশে কালো মেঘ
বৃষ্টির মত ঝরে পড়ে অঝোরে ভালবাসার মধুর আবেশ ।
সৃষ্টি করে এক গভীর প্রেমের ইতিহাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন