রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে লেখা আমার একটি স্বরচিত কবিতা কাদম্বরীর সুইসাইড
——আলমগীর হুসাইন ।
একটিমাত্র হৃদয় তাতে বিদলো হাজার তীরের ফলা
একে একে হয়ে গেল সব শেষ
হলো না পথ চলা ।
তোমার পথ মিলিয়ে গেল দিক দিগন্তে
আর আমি হারিয়ে গেলাম অনন্তে ।
আর আসবো না তোমার দ্বারপ্রান্তে
দেখা হবে না পথ প্রান্তে ।
আশার আলো হয়ে গেল সব ফ্যাকাশে
জানি তবুও উদিত হবে সূর্য , পূর্ব আকাশে
অস্ত যাবে সন্ধ্যায় ।
ছেয়ে যাবে আকাশ তারায় তারায়
আমি মিলিয়ে যাব সেথায় ।
যদি কোনদিন কেউ ভালোবাসো আমায়
খুঁজে নিয় সেথায় ।
তাই বুকভরা ব্যথায় ক্ষতবিক্ষত হয়ে
সূর্যের মতো এক জ্বলন্ত হৃদয় নিয়ে
চলে গেলাম অনন্ত ধূসর জগতে ।
ফিরে আসবো না আর কারো পথের কাঁটা হতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন