শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

দুঃখটা আমার রয়েই গেল ।

 দুঃখটা আমার রয়েই গেল 

বুকের খুব গভীরে 

কৃষ্ণগহ্বরের মত গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে 

তার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি 

শেষ হয়ে যাচ্ছে জীবনের সব লেনদেন । 

এই ছোট্ট জীবনে সুখের ছোঁয়া কোনদিন পেলাম না । 

দুঃখের বোঝা মাথায় নিয়ে হাটতে হাটতে আমি ক্লান্ত ।

আর কোথায় যাবো ? 

কোথায় গেলে সুখ পাব ? 

হয়তো এই পৃথিবীতে কিছু মানুষ আসে  

দুখের সাগরে বিলীন হয়ে যেতে । 

আমিও বিলীন হয়ে যাব চিরতরে 

আসবো না আর কোন দিন ফিরে এই ধরণীর তীরে । 

জানি তাতে কিছু যায় আসে না কারো 

তবুও লিখে যাব তাহাদের তরে । 

যারা আমার মত ঝরে পড়ে গেছে অঝোরে । 

যাদের থ্রি ডাইমেনশনের এই মহাবিশ্বে 

তিনকূলে কেউ নেই । 

যারা হয়নি কোনদিন কারো ভালোবাসার মানুষ । 

জুটেছে কেবল অবহেলা । 

যাদের মায়া-মমতা হীন কেটেছে ছেলেবেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন