যখন এই দেহ থেকে চলে যাবে প্রাণ
এই পৃথিবীর সকল যন্ত্রণার হবে অবসান
পড়ে থাকবে প্রাণ অনিকের প্রান্তর
একা একা ঘুরে বেড়াবো দূর-দূরান্তর
গ্রহ থেকে গ্রহে
নক্ষত্র থেকে নক্ষত্রে
আকাশ গঙ্গা ছায়াপথ দেখে
অ্যান্ড্রোমিডা ছায়াপথে
ব্ল্যাক হোল থেকে ওয়ার্মহোল
দেখবো কত শত উনিভার্স থেকে মাল্টিভার্স
আমি হয়ে যাব এই বিশ্বজগতের এক বিশাল অংশ ।
আমাকে কেউ করতে পারবে না ধ্বংস ।
হয়ে যাব অবিনশ্বর ।
প্রতি সন্ধ্যায় বসাবো কবিতা পাঠের আসর
গ্রহ থেকে গ্রহে ।
তারকা থেকে তারকয় ।
কবিতার ছন্দে আনন্দে হারাবে মহাবিশ্ব সুরের মূর্ছনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন