কেউ দেখেনা খালি গায়ে
শীতের রাতে কুকুরের পাশে শুয়ে থাকা শিশু ।
কেউ দেখে না কিশোরী মেয়েকে ছিড়ে খায় শকুনেরা ।
কেউ দেখেনা শিশুর পাশে অযত্নে অবহেলায়
মরেপড়ে থাকা তার অভাগিনী মা ।
শিশুটি অপেক্ষায় থাকে সারা দিন, সারা রাত ।
কিন্তু ফুটপাতে পড়েথাকা মা আর কোন দিন যাগে না ।
অবুঝ শিশু বুঝেনা তার মা মারা গেছে ।
তবুও শিশু তার মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে
ওঠো,জাগো মা আমার খুব খিদা লাগেছে খেতে দাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন