বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চিঠি

প্রিয় প্রিয় তমা আমার । 

আমার প্রানের প্রিয়তমা  । 

সব পড়ে থাকবে । 

শুধু আমি থাকবো না । 

আমার প্রিয় বই, 

 প্রিয় কলম, প্রিয় লেখার খাতা ।

প্রিয় ফুলবাগান , প্রিয় জন্মভূমি। 

যেখানে জন্ম নিয়ে বেঁচে আছি জনম জনম ।

যেখানে শৈশব-কৈশোর-যৌবন পার করে এসেছি । 

ভালোবেসে ফুল, নদী,ঘাস ,লতাপাতা,

প্রিয় পেয়ারা গাছ ।

যার ফুলে ,ফলে ঘ্রাণে বেড়ে ওঠা আমার শৈশব ।

চললাম এক অজানার পথে । 

নতুন জগতে । 

যেখান থেকে হয়তো ফেরা হবেনা কোনদিন আর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন