স্বাধীনতা তুমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল আলোর জল্কানি
স্বাধীনতা তুমি ত্রিস্নার্ত পথিকের এক গ্লাছ টাণ্ডা পানি
স্বাধীনতা তুমি আমার মায়ের রক্তাক্ত সাড়ির আঁচল
স্বাধীনতা তুমি আমার চোখের জল
স্বাধীনতা তুমি লাল সবুজ পতাকা ...
স্বাধীনতা তুমি গরুর গাড়ির কাটের চাকা
স্বাধীনতা তুমি বেয়ে যাওয়া আকা বাকা গ্রামের ছোট পথ
স্বাধীনতা তুমি আমার অহংকার আমার নতুন জগত
সাধিনতা তুমি আমার
আমি তোমায় ভালবাসি ।
তাই শিমূল তলার হাটে
যমুনা, সুরমার ঘাটে, ধানক্ষেতের মাটে আমি
বার বার ফিরে ফিরে আসি ।
স্বাধীনতা তোমার লাগি সম্ভ্রম হানি করে মরল
আমার যে ছোট বোন
তার সেই মৃত্যু ছিল কি করুণ !
তা শুনলে ঝরে পড়বে যে কোন তরুণ ।
আমিও ঝরে পড়ে ছিলাম
আবার নিজেকে গড়ে শপথ নিলাম গড়ব সুনার বাংলাদেশ
তার পর হাসব, খেলব, বাতাসে ওড়াব কেশ ।
স্বাধীনতা তুমি ত্রিস্নার্ত পথিকের এক গ্লাছ টাণ্ডা পানি
স্বাধীনতা তুমি আমার মায়ের রক্তাক্ত সাড়ির আঁচল
স্বাধীনতা তুমি আমার চোখের জল
স্বাধীনতা তুমি লাল সবুজ পতাকা ...
স্বাধীনতা তুমি গরুর গাড়ির কাটের চাকা
স্বাধীনতা তুমি বেয়ে যাওয়া আকা বাকা গ্রামের ছোট পথ
স্বাধীনতা তুমি আমার অহংকার আমার নতুন জগত
সাধিনতা তুমি আমার
আমি তোমায় ভালবাসি ।
তাই শিমূল তলার হাটে
যমুনা, সুরমার ঘাটে, ধানক্ষেতের মাটে আমি
বার বার ফিরে ফিরে আসি ।
স্বাধীনতা তোমার লাগি সম্ভ্রম হানি করে মরল
আমার যে ছোট বোন
তার সেই মৃত্যু ছিল কি করুণ !
তা শুনলে ঝরে পড়বে যে কোন তরুণ ।
আমিও ঝরে পড়ে ছিলাম
আবার নিজেকে গড়ে শপথ নিলাম গড়ব সুনার বাংলাদেশ
তার পর হাসব, খেলব, বাতাসে ওড়াব কেশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন