মেয়ের নাচে হৃদিয়ে কাঁপন তুলে
তার ঝাকা নাকা দেহ দুলে
নাচে তানা নানার না না
আমি হইলাম তাহার পাগল দিবানা
মেয়ের কোমরে কাকন ঝুম ঝুম করে
ওতার হাসিতে মুক্তো ঝরে
আমি মরি আহা আহা তাহার তরে
তার রূপে গুণে পাগল পাড়া
আমি নাচি ঝুমুর ঝুমুর দিশাহারা
কন্যার পায়ে নূপুর ঝক ঝক করে
তাহার নাকের নুলক পরাণ ভরে
তার রূপের রঙ্গ বাহারি তালে তালে
আমার হৃদয়ে প্রেমের আগুণ জালে
তার ঝাকা নাকা দেহ দুলে
নাচে তানা নানার না না
আমি হইলাম তাহার পাগল দিবানা
মেয়ের কোমরে কাকন ঝুম ঝুম করে
ওতার হাসিতে মুক্তো ঝরে
আমি মরি আহা আহা তাহার তরে
তার রূপে গুণে পাগল পাড়া
আমি নাচি ঝুমুর ঝুমুর দিশাহারা
কন্যার পায়ে নূপুর ঝক ঝক করে
তাহার নাকের নুলক পরাণ ভরে
তার রূপের রঙ্গ বাহারি তালে তালে
আমার হৃদয়ে প্রেমের আগুণ জালে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন