আমি সুরে সুরে সূরের মুর্ছনায়
হারিয়ে গেলাম কবে সখি তোমার আঙিনায় ।
আমি জানি না ।
আমি তোমারে সঙ্গে নিয়া যাব বাড়ি
আঁচল ছাড় পাত সাড়ি
আমি সঙ্গে নানিয়ে আজ যাবনা ।
তোমার সুহাগে ফুটে রজনী ঘন্ধ্যা
আসুক নেমে সকাল সন্ধ্যা
আমি করবনা মানা ।
হারিয়ে গেলাম কবে সখি তোমার আঙিনায় ।
আমি জানি না ।
আমি তোমারে সঙ্গে নিয়া যাব বাড়ি
আঁচল ছাড় পাত সাড়ি
আমি সঙ্গে নানিয়ে আজ যাবনা ।
তোমার সুহাগে ফুটে রজনী ঘন্ধ্যা
আসুক নেমে সকাল সন্ধ্যা
আমি করবনা মানা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন