পাগল প্রেমিক
আমি তোমার পাগল প্রেমিক
আমি তোমাকে বড় ভালবাসি তাই
বার বার তোমাকে চাই তোমাকে চেয়ে যদিনা পাই
বড় কষ্ট হয় পাগলের মত জপি বিরহের প্রলাপ
দশ দিক হয়ে যায় অন্ধকার
পৃথিবীর সব রং চোখে লাগে হলুদ ।
আম পাথা আর গুই সাপকে মনে হয় জলজ প্রাণী
প্রজাপতি আর ঘাস ফড়িংকে মনে হয় মাছরাঙ্গা পাখী
তখন সবি হয়ে যায় উলট পালট
চুলে, গুপে, দাড়িতে বাধিয়ে জট
আমি দাড়িয়ে থাকি বৃক্ষের মত তার আশায়,
যে আমাকে বলেছিল আসবে স্রাবণের
সেই রাত যে রাতে ঝরবে বৃষ্টি অঝর ধারায় ।
আর আমি আর সে প্রাণ ভরে করব স্নান সেই বরষায় ।
আমি তোমার পাগল প্রেমিক
আমি তোমাকে বড় ভালবাসি তাই
বার বার তোমাকে চাই তোমাকে চেয়ে যদিনা পাই
বড় কষ্ট হয় পাগলের মত জপি বিরহের প্রলাপ
দশ দিক হয়ে যায় অন্ধকার
পৃথিবীর সব রং চোখে লাগে হলুদ ।
আম পাথা আর গুই সাপকে মনে হয় জলজ প্রাণী
প্রজাপতি আর ঘাস ফড়িংকে মনে হয় মাছরাঙ্গা পাখী
তখন সবি হয়ে যায় উলট পালট
চুলে, গুপে, দাড়িতে বাধিয়ে জট
আমি দাড়িয়ে থাকি বৃক্ষের মত তার আশায়,
যে আমাকে বলেছিল আসবে স্রাবণের
সেই রাত যে রাতে ঝরবে বৃষ্টি অঝর ধারায় ।
আর আমি আর সে প্রাণ ভরে করব স্নান সেই বরষায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন