মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

তুমি

আমার এ চোখ জা দেখে সে তুমি
আমার এ কান জা শুনে সে তোমার কণ্ঠ
আমার এ বুক জা ধরে রেখেছে তা তোমারি ভালবাসা
আমার এ মস্তিস্ক জা ভাবে তা তোমাকে নিয়ে
আমার এ ঠোট জাকে চুমো দেয়ার অধীর অপেক্ষায় আছে তা তোমার ওই কপাল
আমার এ দুটি পা যেদিকে হেঁটে যায় সে তোমার বাড়ির ধূলমাখা পথ
আমার এ দু হাত জাকে জড়িয়ে ধরতে চায় সে তোমাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন