শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

তোমার ব্যস্ততা

দূরে কোথাও চলে যাচ্ছি প্রিয়তমা
তুমি ভাল থেক
তুমি ভাল থেক তোমার বন্ধুরের সাথে আড্ডায় মেতে
তুমি ভাল থেক ফেইসবুকে দিবারাত্রি চেটে অনলাইন প্রিয় বন্ধুদের নিয়ে
ভালবাসার কোমল স্নিগ্ধতায় বিজে

জানি আমায় ভালবেসে তুমি হৃদয়ের গভীর ছোট কোনে দিয়েছ একতিল  জায়গা
তবু তোমার সারা শরীর জুড়ে আছে তোমার প্রিয় বন্ধুদের প্রতি সীমাহীন ভালবাসা
তোমার দিবারাত্রি কেটে যায় কি দারুণ ভালবাসার ব্যস্থতায়
তোমার এই আনন্দময় ব্যস্ততা দেখে
আমারও বিষণ আনন্দ লাগে । 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন