শনিবার, ১৫ মার্চ, ২০১৪

আমি বসে থাকব

আমি বসে থাকব তার আসায়
সাগর পারে
যে আমারে ভালবাসি ফিরে আসবে বারে বারে ...
এসে ধরবে হাত
কাটাবে জীবনের সকল প্রভাত
সকল রাত
সকল বিকেল
আমারে রচনা করবে সে
আর তাহারে রচনা করব আমি
পিছনে পড়ে থাকবে পৃথিবীর সকল ব্যস্ততা
সকল বিরহ ব্যাথা
ফুল ফুটে আর অবহেলায় ঝরবেনা
শুকন পাথা আর মাটের ওপর খেলা করবেনা ।
গাইবে পাখি
তুমি মেলিবে আখি
দেখিবে পৃথিবী কি এক অপরূপ সাজ সেজে করতেছে আহবান তোমারে আমারে ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন