ভালবাসা এক মরণ নেশা ধরিলে আর ছাড়ে না
জনম থেকে এই নেশায় মাথাল হইয়া কি এক বিষণ ঘুরে গুরিতেছি
পথে প্রান্তে তোমার বাড়ির অলি গলি সকল সীমানায়
একাল একলা একলা একলা ............
তুমি কতবার তাড়িয়ে দিয়েছ
তবু দাড়িয়ে থেকেছি
তুমি কতবার মানা করেছ
তবু কতবাহানায় এসেছি
তুমি কবার কথা বলতে বারন করেছ
তবু কথা বলেছি
তুমি জতবার অবহহেলায় থু থু ফেলেছ
আমি ততবার সেই থু থু তুলে গায়ে মেখেছি
তুমি জতবার আমায় ঘৃণা কর বলেছ
ততবার ভালবাসি বলেছি
তুমি জতবার আমায় আঘাত করেছ
ততবার আমি হাত পেতে দিয়েছি
তুমি জতবার আমায় ফেলেদিয়েছ
ততবার আমি তোমায় বুকে তুলেলয়েছি ।
ভালবাসা এক মরণ নেশা ধরিলে আর ছাড়ে না ।
আমায় সে নেশা কোনদিন ছারেনি
কতবার চেষ্টা করেছি আত্নহত্যা করে ছাড়াই
ততবার মায়ায় জড়িয়ে আলিঙ্গনে বাঁচিয়ে রেখেছে ভালবাসা ।
এখনো বসে আছি সেই অপেক্ষায়
যদি কখনো ছাড়া পাই সেই মরণ নেশার হাতথেকে
দেব এক শান্তির ঘুম
আর কোন দিন জাগবনা
হারিহে যাব চিরতরে এই মহাবিশ্বের কোন এক সীমানায়
তখন আর বুক ভরা দুঃখ তাকবেনা ভরপুর কানায় কানায় ।
জনম থেকে এই নেশায় মাথাল হইয়া কি এক বিষণ ঘুরে গুরিতেছি
পথে প্রান্তে তোমার বাড়ির অলি গলি সকল সীমানায়
একাল একলা একলা একলা ............
তুমি কতবার তাড়িয়ে দিয়েছ
তবু দাড়িয়ে থেকেছি
তুমি কতবার মানা করেছ
তবু কতবাহানায় এসেছি
তুমি কবার কথা বলতে বারন করেছ
তবু কথা বলেছি
তুমি জতবার অবহহেলায় থু থু ফেলেছ
আমি ততবার সেই থু থু তুলে গায়ে মেখেছি
তুমি জতবার আমায় ঘৃণা কর বলেছ
ততবার ভালবাসি বলেছি
তুমি জতবার আমায় আঘাত করেছ
ততবার আমি হাত পেতে দিয়েছি
তুমি জতবার আমায় ফেলেদিয়েছ
ততবার আমি তোমায় বুকে তুলেলয়েছি ।
ভালবাসা এক মরণ নেশা ধরিলে আর ছাড়ে না ।
আমায় সে নেশা কোনদিন ছারেনি
কতবার চেষ্টা করেছি আত্নহত্যা করে ছাড়াই
ততবার মায়ায় জড়িয়ে আলিঙ্গনে বাঁচিয়ে রেখেছে ভালবাসা ।
এখনো বসে আছি সেই অপেক্ষায়
যদি কখনো ছাড়া পাই সেই মরণ নেশার হাতথেকে
দেব এক শান্তির ঘুম
আর কোন দিন জাগবনা
হারিহে যাব চিরতরে এই মহাবিশ্বের কোন এক সীমানায়
তখন আর বুক ভরা দুঃখ তাকবেনা ভরপুর কানায় কানায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন