আমি ফিরাতে পারিনা তারে
মন পাজরে
সে জেগে ওঠে বারে বারে ।
সন্ধ্যা বেলায় কিংবা কুহেলিকায়
দুহাতে ডাকে মোরে ওরে আয় কাছে আয়
কাছে নিয়া মরে দেয় হৃদয়ে ধরিয়া টান
মিলাইয়া তার মনের লগে আমার পরাণ ।
মন পাজরে
সে জেগে ওঠে বারে বারে ।
সন্ধ্যা বেলায় কিংবা কুহেলিকায়
দুহাতে ডাকে মোরে ওরে আয় কাছে আয়
কাছে নিয়া মরে দেয় হৃদয়ে ধরিয়া টান
মিলাইয়া তার মনের লগে আমার পরাণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন