এক হৃদয়ে সইবে কত জ্বালা
আগুনে পুড়িতে পুড়িতে হৃদয় হইল কালা
জতই দিতে চাই বিরহের দোয়ারে তালা
ততই বেদনা এসে পরায় মালা ।
কেমনে বাঁচি গো সখি এ বেদনা লই মনে
সুখ কি আর আসিবেনা গো কোন দিন মোর জীবনে ।
তোমারে বলি গো সখি ফিরিয়া আসি আবার
জীবনের সকল ব্যথা বেদনা তুলিয়া লও আমার ।
জানি তুমি আসবেনা তবু যাচিলাম
জীবনের সব টুকো সময় তবু অপেক্ষায় রইলাম ।
যদি আসো কোন দিন ফিরে কর আহবান
দেখবে আবার ওটিছে জাগিয়া আমার মৃত প্রাণ
গাইতেছে এক প্রেমের মন মাতানো গান ।
আগুনে পুড়িতে পুড়িতে হৃদয় হইল কালা
জতই দিতে চাই বিরহের দোয়ারে তালা
ততই বেদনা এসে পরায় মালা ।
কেমনে বাঁচি গো সখি এ বেদনা লই মনে
সুখ কি আর আসিবেনা গো কোন দিন মোর জীবনে ।
তোমারে বলি গো সখি ফিরিয়া আসি আবার
জীবনের সকল ব্যথা বেদনা তুলিয়া লও আমার ।
জানি তুমি আসবেনা তবু যাচিলাম
জীবনের সব টুকো সময় তবু অপেক্ষায় রইলাম ।
যদি আসো কোন দিন ফিরে কর আহবান
দেখবে আবার ওটিছে জাগিয়া আমার মৃত প্রাণ
গাইতেছে এক প্রেমের মন মাতানো গান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন