মন ভালনেই তাই কিচ্ছু ভাল লাগছেনা
কিছু করতে গিয়ে কিছুই করতে ইচ্ছে করছেনা
কিছু বলতে গিয়ে কিছুই বলতে ইচ্ছে করছেনা
কোথায়ও চলতে গিয়ে চলতে ইচ্ছে করছেনা
এই মুহুর্তে কেবল প্রিয় মানুষ টির মন আর প্রিয় মুখ
দেখতে ইচ্ছে করছে ।
হাতে হাত রেখে পার্কে খুলা রাস্থায় খুলা হাওয়ায় আর চায়ের স্টলে চা অতবা কফি পান করতে ইচ্ছে করছে ।
গায়ের ধুলো মাখা পথ , সবুজ ঘাস , সাদা ফুল, রঙ্গিন প্রজাপতি ধানের ফড়িং
কৃষ্ণচূড়ার গাছ দুহাত দিয়ে ছুয়ে দেখতে ইচ্ছে করছে ।
আকাশের নীল রং আর রংধনুর সাত রং তুলে এনে ইচ্ছে করছে সাজাই প্রিয়া তোমার রেশমি শাড়ি
আর তোমায় কোলে তুলে নিয়ে যাই আমার বাড়ি ।
কিছু করতে গিয়ে কিছুই করতে ইচ্ছে করছেনা
কিছু বলতে গিয়ে কিছুই বলতে ইচ্ছে করছেনা
কোথায়ও চলতে গিয়ে চলতে ইচ্ছে করছেনা
এই মুহুর্তে কেবল প্রিয় মানুষ টির মন আর প্রিয় মুখ
দেখতে ইচ্ছে করছে ।
হাতে হাত রেখে পার্কে খুলা রাস্থায় খুলা হাওয়ায় আর চায়ের স্টলে চা অতবা কফি পান করতে ইচ্ছে করছে ।
গায়ের ধুলো মাখা পথ , সবুজ ঘাস , সাদা ফুল, রঙ্গিন প্রজাপতি ধানের ফড়িং
কৃষ্ণচূড়ার গাছ দুহাত দিয়ে ছুয়ে দেখতে ইচ্ছে করছে ।
আকাশের নীল রং আর রংধনুর সাত রং তুলে এনে ইচ্ছে করছে সাজাই প্রিয়া তোমার রেশমি শাড়ি
আর তোমায় কোলে তুলে নিয়ে যাই আমার বাড়ি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন