শুক্রবার, ১৩ জুন, ২০১৪

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা

জামিনে মুক্তি পায় ব্লগার রাজিবের খুনি, ছবির হাট ভাঙ্গাহয় , ৩৬ কোটি টাকার জনগণের সম্পদ কুত্তার বাচ্চা শফিকে দেয়া হয় এসব দেখে শুনে মনেহয় আমরা যেন দ্বিতীয় জামাত শিবিরের রাষ্ট্র পরিচালনার নীলনকশার বেড়াজালে বন্ধীহয়ে আছি , সরকার  মৌলবাদ টেকাতে গীয়ে নিজেই মৌলবাদী হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্যে সরকার এখন অডিজিটাল মধ্যযুগের অন্ধকারে আমাদের নিমজ্জিত করছে ! এটা ক্ষমতার লোভ  ? নাকি স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধা আর মুক্তিযুদ্ধের সাথে বেইমানী ? নাকি জাতির পিতা শেখ মুজিবের স্বপ্ন চিল এটা ? আমাকে কি একটু বলবেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন