জানিনা কিহল আজ আমার
কবর দেখলে ভাল লাগে
হাঁসপাতাল দেখলে ভর্তি হবার মনচায়
মাথা, মন, শরীর কিচ্ছু ভাল নেই
গাছ তলায় কিংবা ব্রিজের তলায়
মরার মত বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতে ইচ্ছাকরছে
জানিনা আজ কি হল আমার
পাগল হয়ে গেছি
নাকি মানুষ এখনো আছি
বেঁচে আছি
নাকি মরেগেছি
শুধু অনুভব করতে পারছি বুকের মাজে কেবল জ্বলছে জ্বলছে
বিরহের কঠিন আগুন আর আগুন
দাউ দাউ করে সারা জীবন ।
কবর দেখলে ভাল লাগে
হাঁসপাতাল দেখলে ভর্তি হবার মনচায়
মাথা, মন, শরীর কিচ্ছু ভাল নেই
গাছ তলায় কিংবা ব্রিজের তলায়
মরার মত বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতে ইচ্ছাকরছে
জানিনা আজ কি হল আমার
পাগল হয়ে গেছি
নাকি মানুষ এখনো আছি
বেঁচে আছি
নাকি মরেগেছি
শুধু অনুভব করতে পারছি বুকের মাজে কেবল জ্বলছে জ্বলছে
বিরহের কঠিন আগুন আর আগুন
দাউ দাউ করে সারা জীবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন