জানি তোমার এখন বিষণ ব্যস্থ সময় কাটছে
ভালবাসার মানুষকে নিয়ে ভালই আছ
তাই তোমার সময় নষ্ট হবে বলে তোমার খুবকাছে এসেও আসিনি ,
তোমায় অনেক ভালবেসেও ভালবাসি কোন দিন বিলিনি ।
রজনীগন্ধ্যা নিয়ে অনেক সকাল, সন্ধ্যা এসে ফিরে গিয়েছি তোমার আঙিনার সিঁড়ি থেকে ,
দেখেছি রাতের নিয়ন আলোয় তোমার কোমল কুলে ভালবাসার মানুষটি শুয়ে আছে আর তুমি পরম আধরে তার মাথায় ভুলাচ্ছ হাত
তা দেখে আমার বুকের সকল পাজর ঝরে ঝরে পড়ে গিয়েছিল মৃত বৃক্ষের মৃত গুণেধরা ডালের মত আর আমার শরীর অবশ হয়ে গিয়ে ছিল
খসে পড়ে গিয়ে ছিল হাতে থাকা রজনীগন্ধা আর আমার হৃদয় ।
ভালবাসার মানুষকে নিয়ে ভালই আছ
তাই তোমার সময় নষ্ট হবে বলে তোমার খুবকাছে এসেও আসিনি ,
তোমায় অনেক ভালবেসেও ভালবাসি কোন দিন বিলিনি ।
রজনীগন্ধ্যা নিয়ে অনেক সকাল, সন্ধ্যা এসে ফিরে গিয়েছি তোমার আঙিনার সিঁড়ি থেকে ,
দেখেছি রাতের নিয়ন আলোয় তোমার কোমল কুলে ভালবাসার মানুষটি শুয়ে আছে আর তুমি পরম আধরে তার মাথায় ভুলাচ্ছ হাত
তা দেখে আমার বুকের সকল পাজর ঝরে ঝরে পড়ে গিয়েছিল মৃত বৃক্ষের মৃত গুণেধরা ডালের মত আর আমার শরীর অবশ হয়ে গিয়ে ছিল
খসে পড়ে গিয়ে ছিল হাতে থাকা রজনীগন্ধা আর আমার হৃদয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন