গত কাল গভির রাতে তোমার বান্ধবীর ফোনে যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠে শুনলাম ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ ,
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে,
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা ।
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ ,
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে,
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা ।
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন