আবার আকাশে অন্ধকার নেমে এসেছে
এ অন্ধকার বড় ঘাড়নীল
এই নীল অন্ধকার আমার
জীবনকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ।
আমি শেষ হয়ে যাচ্ছি ।
এ অন্ধকার বড় ঘাড়নীল
এই নীল অন্ধকার আমার
জীবনকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ।
আমি শেষ হয়ে যাচ্ছি ।
বেদনার নীল সাগরে ডুবে যাচ্ছি
আর নীল সাগরের নীল তিমি
আমায় ছিড়ে ফেড়ে খেয়েফেলছে
আমি আস্তে আস্তে শেষ,থেকে নিঃশেষ হয়েযাচ্ছি ।
আর নীল সাগরের নীল তিমি
আমায় ছিড়ে ফেড়ে খেয়েফেলছে
আমি আস্তে আস্তে শেষ,থেকে নিঃশেষ হয়েযাচ্ছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন