বুধবার, ১৫ জুন, ২০১৬

চমকে ওঠি আমি

চমকে ওঠি আমি
থমকে দাড়ায় সকাল
ধমকে ওঠে হাওয়া
যখন শুনি তোমাকে হবে না পাওয়া ।
জীবনে চিল একটাই চাওয়া
তোমার হাতে হাত রেখে কোথাও হারিয়ে যাওয়া
হারিয়ে গেলে তুমি তার সাথে
জার সাথে তোমার পিতা দিল বিয়ে
তুমি হারা আজ একা আমি বল বাঁচি কি নিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন