সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

আমার অন্যায় গুল

আমার অন্যায় গুল

জার মন আছে সে হয় মানুষ
আর মানুষরা হয় মানবিক
মানবিকরা হয় মানবতাবাদী ।

চ তে চিন্তা, চিন্তা থেকে যুক্তি, যুক্তি থেকে মুক্তি, মুক্তি থেকে
মুক্তচিন্তা, মুক্তচিন্তা থেকে মুক্তমনা ।

আমার সেই মুক্তমনা হওয়া টাই আমার অন্যায়
আমার সেই মানবিক হওয়া টাই আমার অন্যায়
মানুষের বেদনায় বেদনার্ত হওয়া টাই আমার অন্যায়
সত্য কথা বলাটাই আমার অন্যায়
মানুষকে  ভালবাসা টাই আমার অন্যায়
আমি কবিতা লিখি এটা  আমার অন্যায়
আমি মুক্তির গানগাই এটা আমার অন্যায়
আমি যুক্তির নখে শান দেই এটা আমার অন্যায় 
আমি অনৈতিক চুক্তির নিন্দা জানাই এটা আমার অন্যায়
আমি ধর্ষীতার পক্ষে কথাবলি এটা আমার অন্যায়
 আমি অসহায় এর সহায় হই এটা আমার অন্যায়
জন্মদিয়ে যে পিতা শিশুকে গলাটিপে হত্যা করার নির্দেশ দেয় আমি তার বিরোধ্যে দাড়াই এটা আমার অন্যায়
হিল্লা বিয়েতে জারা অন্যের স্ত্রিকে অন্যায় ভাবে নরপশুর মত ধর্ষণ করে এবং তাদেরকে নির্দয় নির্দেশ দেয় জারা তাদের বিরোধ্যে কথা বলা আমার অন্যায় ।
জারা নদী মাতৃক বাংলাদেশের নদী ভরাট করে 
দুর্নিতির টাকার পাহাড় দিয়ে তুলে অট্টালিকার পাহাড়
তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
জারা বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠে বাংলাদেশের
আলো বাতাস দূষিত করে তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
জারা বাংলাদেশের মানুষের রক্ত, মাংস, হাড় দিয়ে করাতে চায়
বিদেশীদের সকালের ব্রেকফাস্ট তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
কওমি মাদ্রাসার অসহায় এতীম শিশুদের ইলাম শিক্ষার নামে যখন দেয়াহয় জঙ্গি প্রশিক্ষণ আর সেই প্রশিক্ষণে নাশকতায়
কেঁপে ওঠে বাংলার হৃদপিণ্ড,তখন  তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
হায়না আর শকুনেরা যখন ঠোকরে নিয়ে যায় বাংলাদেশ আর অবাক হয়ে মানুষ তা চেয়ে চেয়ে দেখে কেউ কিচ্ছু বলেনা
তখন কিচ্ছু বলাটা  আমার অন্যায়
বাংলাদেশকে যখন ধর্ষন করে সেই ভয়ঙ্কর ধর্ষক
যে ধর্ষক ধর্ষণ করেছিল আমাদের মা, বোনকে এবং প্রকাশ্যে হত্যা করেছিল আমাদের ভাই, বাবা চাচাকে ।
তাদের বিরোধ্যে কথা বলাটাই আমার বড় কটিন  অন্যায়
অন্যায়ের বিরোধ্যে কথা বলাটাই আমার অন্যায়
আমার বুক ভেসে যায় আজ চোখের বন্যায়
ওরা আমাকে হত্যার হুমকি দেয় !
পিচন দিয়ে এসে গলায়, ঘাড়ে দিতেচায় ধারালো চাপাতির আট কোপ ।  

প্রিয় হুমায়ূন আজাদ আর ব্লগার রাজিব হায়দারের রক্তে ভেসে যায় বাংলাদেশ
আর সেই রক্ত পান করে মজা পায় সেই শকুনেরা জারা একাত্তরে
ত্রিশ লাখ মুক্তিসেনার রক্তের নদীতে স্নান করে গলায় সুর তুলে গেয়েছিল পাক সার জমিন সাদ বাদ ।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন