রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

আমাদের বাংলাদেশের প্রতিটি মূর্খ মুল্লা গুষ্টি

আমাদের বাংলাদেশের প্রতিটি মূর্খ মুল্লা গুষ্টি সহ সকল মূর্খ রাজনৈতিক মন্ত্রি, প্রধান মন্ত্রি সবার, আবার ইস্কু্‌ল, কলেজে ভর্তি হওয়া উচিত , উনাদের জ্ঞানের বড় অভাব , এজন্যই চার ব্লগার সহ অনৈতিক, দুর্নীতিক, তের্‌দফা আইন দাবিকারি পশুদের ধুদ কলাদিয়ে পুষে রাখা। নাই দেশে গণতন্ত্রের মূল অধিকার , নাই দেশে মতপ্রকাশের স্বাধীনতা , নাই দেশে সুবিচার, নাই চাকরি , নাই শান্তি, নাই একে অন্যের প্রতি ভালবাসা , আছে শ...ুধু ভয়ঙ্কর ভণ্ডামি জ্ঞানহীন মূর্খ সমাজ ব্যাবস্তা । এভাবে চলতে পারেনা একতা জাতি, যেখানে নারীর অধিকারের ছাতিতে লাথি , এসবই মূর্খতার পরিচয় , আসুন আমরা একটা বই হাতে নেই আর জানি সমাজ তন্ত্র কি? রাষ্ট্রনীতি কি? মানবতা কাহাকেবলে? কি ভাবেদেশ অ জাতিকে রক্কা করাজায়? । আমি আর, একবার আকুল আবেধন করে বলচি , আমরা মানুষ হই মানুষ হয়ে মানবতাকে আঁকড়ে ধরি, আর চলমান বিশ্বের সাতে তাল ধরে এগিয়ে যাই আর করি জীবনকে ফুলের মত সুন্দর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন