মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

কি চাও সরকার তুমি

কি চাও সরকার তুমি হত্যা ? ধর্ষণ? লাটি চার্জ ? গণজাগরণ মঞ্চের শান্তিকামি কর্মিদের করুণ পরিণতি ? কিছুই পারবেনা তুমি। কারণ আমরা বাঙালি বাংলাদেশ আমাদের জন্মভূমি । সরকারের এই আমাদের গণজাগরণ মঞ্চের নেতা কর্মির উপর হামলা কিছুতেই সহ্য করবেনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন