মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

আমি কেন নাস্তিক

আল্লা একজন আর তিনি হচ্ছেন নিরাকার, অর্থাৎ আমরা যা ছুই কিংবা দেখতে পাই তার মাজে তিনি কিছুইনা ।যার চুল নেই হাত নেই পা নেই যিনি মানুষ কিংবা পশুও না , তাহলে তিনি কি ? তাহলে তিনি কি শূন্যতা ?  হ্যা এটাই তিনি হচ্ছেন শূন্যতা ,আর এই শূন্যতাই হচ্ছে সকল সৃষ্টির মূল ।
প্রথমে শূন্যতা তার পর ধূলিকণা তার পর গ্যাস তার পর মহাকাল তার পর  মহাবিস্ফোরণ তার পর চন্দ্র, তারা, গ্রহ রাজি, পৃথিবী । এই পৃথিবীর বহু কালের বহু বিবর্তনের বহু ফলে আজ আমরা । তবে মহাবিশ্বে একমাত্র প্রাণী দের গ্রহ পৃথিবী নয়  আরও অনেক গ্রহ আছে এটা এখন কেবল মাত্র আবিস্কার করা সময় এর ব্যাপার । আর এত কিছু আসল যে শূন্যতা থেকে সেই শূন্যতাকে পূজা , সেজদা ,না দিলে চলবে কারণ তাতে শূন্যতার কিছু যায় আসেনা কারণ সে সেজদার বা পূজার ধার ধারেনা সে চলে তার নিয়মে । আর যদি কেউ থাকে সেজদা বা পূজা দিয়ে আরাম পায় পাক তাতে কিছু যায় আসেনা কিন্তু কথা হচ্ছে এর নামে কোন অন্যায় অর্থাৎ ধর্মের নামে মানব নিপীড়ন মানব হত্যা এসব ভয়া  ভহ কাজ চলবে না অনেক হয়েছে আর নয় । এখন সময় জেগে ওঠার, ফুল ফুটাবার আনন্দকে , সুখকে শান্তিকে সুন্দর ভাবে ধরে রাখার ,এখন আর সেই সময় নেই যেখানে ধর্মের নামে মানুষকে আল্লাহু আকবার বলে জবাই করার । তার বলি হয়েছেন অনেক আর নয় এই অত্যাচার । আর নয় আর সেই হত্যা যে হত্যার শিকার হয়েছিলেন  ব্রুন ইতালির রাজপথে, গ্যালিলিও গ্যালিলিকে কারা বন্ধী হয়ে থাকতে হয়েছে জীবনের শেষ আঁটটি বছর আর প্রিয় সক্রেতিসকে মরতে  হল নিজের হাতে বিষ পানকরে, প্রয়োজনে আমিও মরব তবু আমার পথ আমার চিন্তা আমাদের জগত করে যাব সুগম । শারা বিশ্বের মানবতার কল্যাণে আমরা মানব জাতি আজ একতা বধ্য ।আর আমি নাস্তিক এর জন্য ।  

৩টি মন্তব্য: