ছুড়ে ফেলে কানের দুল
গুজিল সে ঘাস ফুল
গভীর কাল তার চুল ।
কপালে কাল টীকা
অন্তরে ভালবাসার আলো শিখা
সে আমার অনামিকা
মুখ তার মায়া ভরা
চোখ তার পাগল করা
হসি তার মুক্তা ঝরা
শয়ন স্বপন ছাড়িয়ে
আছি দুহাত বাড়িয়ে
দিয় না গো তাড়িয়ে
হৃদয় আমার নাড়িয়ে ।
মন হয়েছে উড়াল পাখী
কেমনে তারে ধরে রাখি
মেলিলে দু আখি
তোমায় দেখি শুধু তোমায় দেখি ।
গুজিল সে ঘাস ফুল
গভীর কাল তার চুল ।
কপালে কাল টীকা
অন্তরে ভালবাসার আলো শিখা
সে আমার অনামিকা
মুখ তার মায়া ভরা
চোখ তার পাগল করা
হসি তার মুক্তা ঝরা
শয়ন স্বপন ছাড়িয়ে
আছি দুহাত বাড়িয়ে
দিয় না গো তাড়িয়ে
হৃদয় আমার নাড়িয়ে ।
মন হয়েছে উড়াল পাখী
কেমনে তারে ধরে রাখি
মেলিলে দু আখি
তোমায় দেখি শুধু তোমায় দেখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন