এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
আমি কি কারো সঙ্গ পেথে পারি ?
আমি কি কারো বন্ধু হতে পারি ?
আমি কি কারো প্রিয়জন হতে পারি?
আমি কি কারো প্রেমিক হতে পারি?
আমি কি কারো পথের সাথী হতে পারি ?
আমি কি কারো হাতে হাত রেখে পথচলতে পারি ?
আমি কি কখনো সবুজ ঘাসের উপর কাউকে নিয়ে বসে কিংবা শুয়ে স্বপ্ন দেখতে পারি ?
আমি কি কারো কোমল মেহেদি মাখা সুন্দর হাতে চুমু খেতে পারি ?
আমি কি কাওকে মন, প্রাণ উজাড় করে ভালবাসতে পারি ?
কেউ দেবেকি আমায় এতটুকু অধিকার ?
আমি এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
বড় একা আমি
বড় একলা একলা লাগছে আমার ।
কেউ না কেউ আস ধর আমার হাত
দেখ আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
আমি কি কারো সঙ্গ পেথে পারি ?
আমি কি কারো বন্ধু হতে পারি ?
আমি কি কারো প্রিয়জন হতে পারি?
আমি কি কারো প্রেমিক হতে পারি?
আমি কি কারো পথের সাথী হতে পারি ?
আমি কি কারো হাতে হাত রেখে পথচলতে পারি ?
আমি কি কখনো সবুজ ঘাসের উপর কাউকে নিয়ে বসে কিংবা শুয়ে স্বপ্ন দেখতে পারি ?
আমি কি কারো কোমল মেহেদি মাখা সুন্দর হাতে চুমু খেতে পারি ?
আমি কি কাওকে মন, প্রাণ উজাড় করে ভালবাসতে পারি ?
কেউ দেবেকি আমায় এতটুকু অধিকার ?
আমি এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
বড় একা আমি
বড় একলা একলা লাগছে আমার ।
কেউ না কেউ আস ধর আমার হাত
দেখ আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন