তুমি ছলে গেছ তো কি হয়েছে
আমার ছোট্ট এক দুরারোগ্য ব্যাধি হয়েছে
সেই ব্যাধিতে মরে যাব
তবু তোমার অপেক্ষায় দিন কাটাব
তোমার নামে চিঠি পাঠাব
তোমায় ভালবেসে যাব ।
আমার ছোট্ট এক দুরারোগ্য ব্যাধি হয়েছে
সেই ব্যাধিতে মরে যাব
তবু তোমার অপেক্ষায় দিন কাটাব
তোমার নামে চিঠি পাঠাব
তোমায় ভালবেসে যাব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন