জানিনা তুমি থাকবে কিনা
তবে তোমার গাওয়া গান গুলি থাকবে আমার সাথে সারা জীবন ।
তুমি গান ভালবাসতে
আর আমি কবিতা
এই ছিল তোমার আমার তফাৎ আর কিছু নয় ।
হঠাৎ একদিন ভুরে ঘুমভেঙ্গে দেখি তুমি নাই
তোমার গায়েরওড়না আর তোমার গানের রেকর্ড গুলি একপাশে পড়ে আছে ।
আমি তোমার গায়ের ওড়না আর তোমার গাওয়া গানের রেকর্ড জড়িয়ে
সারা প্রহর, রাত্রি কেঁদে বুক ভাসিয়ে ছিলাম ।
তবে তোমার গাওয়া গান গুলি থাকবে আমার সাথে সারা জীবন ।
তুমি গান ভালবাসতে
আর আমি কবিতা
এই ছিল তোমার আমার তফাৎ আর কিছু নয় ।
হঠাৎ একদিন ভুরে ঘুমভেঙ্গে দেখি তুমি নাই
তোমার গায়েরওড়না আর তোমার গানের রেকর্ড গুলি একপাশে পড়ে আছে ।
আমি তোমার গায়ের ওড়না আর তোমার গাওয়া গানের রেকর্ড জড়িয়ে
সারা প্রহর, রাত্রি কেঁদে বুক ভাসিয়ে ছিলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন