বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

সুখের তরী

ভালবাসার ডিঙ্গি নৌকায় যখন দিয়েছি পাড়া 
তখন থেকে সব হারিয়ে ভিটা মাটি ছাড়া 
একূল ওকুল সব কূল হারিয়ে ব্যাকুল হয়ে পড়েছি 
তোমার প্রেমেরনামে বাজীধরে পথের ফকীর হয়েছি
পথের পথিক হয়ে এখন আমি বাউন্ডূলে 
সুখের তরী হারিয়ে মরি জানি না কোন ভুলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন