তোমাকে সারা জীবন ভালবাসলাম
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি ।
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে।
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর ।
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি ।
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে।
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর ।
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন