অনেক কষ্ট আছে সবাইকে বলা যায়
কিন্তু গতকাল বিকেলে পাওয়া সব চেয়ে বিষাদময় কষ্ট কাউকে বলা যাবেনা ।
এটা একান্ত আমার কষ্ট ।
আমি সয়ে যাব নীরবে।
শুধু বুকের ভেতর বেদনার ভূমি কম্প তছ নছ করে দেবে আমার বুকের মাজে বেড়ে ওঠা সাত তলা বাড়ি, জলের দিঘি আর ফুলের বাগান ।
কিন্তু গতকাল বিকেলে পাওয়া সব চেয়ে বিষাদময় কষ্ট কাউকে বলা যাবেনা ।
এটা একান্ত আমার কষ্ট ।
আমি সয়ে যাব নীরবে।
শুধু বুকের ভেতর বেদনার ভূমি কম্প তছ নছ করে দেবে আমার বুকের মাজে বেড়ে ওঠা সাত তলা বাড়ি, জলের দিঘি আর ফুলের বাগান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন