তুমি হারিয়ে যাওয়ার পর
হারিয়ে গিয়েছে সব ।
এখন আর আমার কোন শৈশব নেই
কোন কৈশোর নেই
যৌবন নেই
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত, তাহলে বেঁচে যেতাম
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।
হারিয়ে গিয়েছে সব ।
এখন আর আমার কোন শৈশব নেই
কোন কৈশোর নেই
যৌবন নেই
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত, তাহলে বেঁচে যেতাম
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন