ধর্ষণ এর কারণ যদি নারীর পোশাক হয় ।তাহলে ইউরোপ অ্যামেরিকায় প্রায় নগ্ন নারীরা প্রথিদিন কয় বার ধর্ষিত হয় ?
আজ প্রায় পনের বছর পেরিয়ে গেলাম ইউরোপের মাটিতে । কত শত লক্ষ মেয়ে প্রথিদিন প্রায় উলঙ্গ হয়ে হাটে কিন্তু আজো একটা মেয়েকে ধর্ষিত হতে দেখিনি ,শুনিনি ।
কিন্তু বাংলাদেশে এই পনের বছরে শুনেছি, দেখেছি পনের হাজার নয় তারও বেশী, পাঁচ বছরের শিশু থেকে ,পঞ্চাশ বছরের বৃদ্ধাকে ধর্ষীত হতে ।
দেখেছি তাদের ছেড়া ফাঁড়া লাশ পদ্মার জলে ভাসতে, মেঘনার জলে ভাসতে, আনাচে কানাচে সব জায়গায় । তাদের অনেকের হিজাব পরাছিল তাদের অনেকের গায়ে বুর্কা পরাছিল।
তাহলে আমরা এখানে কি বুজবো ?
যে ধর্ষীত হয় এটা তার পোশাকের দোষ নাকি যে ধর্ষণ করে তার বিকৃত মন মানসিকতার দোষ । আপনারাই বিচার করেন ।
আজ প্রায় পনের বছর পেরিয়ে গেলাম ইউরোপের মাটিতে । কত শত লক্ষ মেয়ে প্রথিদিন প্রায় উলঙ্গ হয়ে হাটে কিন্তু আজো একটা মেয়েকে ধর্ষিত হতে দেখিনি ,শুনিনি ।
কিন্তু বাংলাদেশে এই পনের বছরে শুনেছি, দেখেছি পনের হাজার নয় তারও বেশী, পাঁচ বছরের শিশু থেকে ,পঞ্চাশ বছরের বৃদ্ধাকে ধর্ষীত হতে ।
দেখেছি তাদের ছেড়া ফাঁড়া লাশ পদ্মার জলে ভাসতে, মেঘনার জলে ভাসতে, আনাচে কানাচে সব জায়গায় । তাদের অনেকের হিজাব পরাছিল তাদের অনেকের গায়ে বুর্কা পরাছিল।
তাহলে আমরা এখানে কি বুজবো ?
যে ধর্ষীত হয় এটা তার পোশাকের দোষ নাকি যে ধর্ষণ করে তার বিকৃত মন মানসিকতার দোষ । আপনারাই বিচার করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন