বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

জীবনের আটটি বসন্ত পার হবার পর , এক সকাল বেলায় একটি ছোট বালিকা আমার হাতে দুটি লাল গোলাপ দিয়ে বলেছিল এটা আপনার জন্য ।এইযে আড়ালে দাড়িয়ে আছেন উনি পাঠিয়েছেন । হত বিহ্বল আমি জানালার পাশদিয়ে থাকিয়ে দেখলাম। ভোরের আলোর মত সুন্দর সর্নকেশী একটা মেয়ে ভোরের মৃদু বাতাসে ওড়না দোলখাচ্ছে, আর সে আমার দিকে তার হরিণের মত সুন্দর বাকা চোখে চেয়ে বাকা হাসিদিয়ে কি যেন বলছে ।তার হাসিতে লেগে আছিল কি যেনএক মধুর মায়া। আমি তারদেয়া দুটি গোলাপ নিয়ে তার পিছু পিছু ছোটতে লাগলাম ।প্রথমে হেঁটে হেঁটে তার পর দৌড়ে দৌড়ে কিন্তু তাকে আমি ছুতে পারলাম না। সে কোথাও কোন এক পথের বাকে মিলিয়ে গেল । তাকে আমি আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন