এই বেশ ভাল আছি
জীবনে যা কিছু পাই সব হারিয়ে যায়
জীবনে যা কিছু আসে সব চলে যায়
জীবনে যা ছিল পাশে, তা দূরে চলে যায়
জীবনে যা কিছু আপন সব পর হয়ে যায়
জিববে যা কিছু আখড়ে ধরে বাঁচতে ছেয়েছিলাম,
এঈ বেঁচে থাকার শেষ অবলম্বন আমাকে কিছু না বলে গত কাল চলে যায় ।
আমি এখন বাঁচব কি নিয়ে
আমি এখন থাকব কি নিয়ে
আমি বড় অসহায়
আমাকে দাও দাও সবাই শেষ...... বিদায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন