রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আয় রে সোনা জান পাখি

ভালবাসার রঙ্গিন চাঁদরে ঢাকা রেশমি আদর দেব
লাল খামে তোমার নামে প্রেমের লাল চিঠি দেব
লাল গোলাপের পাপড়ি ভরা রঙ্গিন সুভাষ দেব
একখানা নীল আকাশ দেব
ভালবাসার সোনার তরী দেব
রজনী গন্ধা ফুল দেব
সন্ধ্যা তারা দেব
আলো দেব, ছায়া দেব, মায়া দেব
প্রজাপতি ডানার মত রঙ্গিন স্বপ্নদেব
হরিণের সুন্দর চোখের মত সুন্দর এক পৃথিবী দেব
রাখালের বাঁশির শুর দেব
মাঝির কণ্ঠের গান দেব
আমার প্রেমিক মাতাল প্রাণ দেব
আসমানের চাঁদ দেব
হৃদয় মাজে স্তান দেব
তবু আয়রে সোনা আয়
রুপকথার রাজ কুমার হব
রুপকথার রাজ রানী বানাব
আয় রে সোনা আয়
মরি হায় হায় ।
আয় রে সোনা জান পাখি
বুকের মাজে ধরে রাখি
শীতল করব মন ।
এই জীবনে তুই ছাড়া মোর আর কেউ নাইরে আপন জন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন