রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

মুক্ত

মানুষ সৃষ্টি লগনথেকে মুক্ত
তার অনেক কাল পর এসে হল ধর্ম যুক্ত
সেই তখন থেকেই মানুষ
পরতে লাগলো বাধাদরা নিয়ম কাননের শিকল ।
পুরুষরা শক্তি প্রয়োগ করল নারীর উপর ধর্মের অকর্মময় নিয়ম দিয়ে ।
নারী তখন থেকেই বন্দী হয়ে পড়ল পুরুষের ধরাবাধাঁ শিকলে ।
তখন পুরুষ থান্ত্রিক পরিবার চিলনা তখন ছিলো মাত্রিথান্ত্রিক পরিবার ।
পুরুষরা কোন কলে কৌশলে নারীদের সাতে পেরে উটছিলোনা তখন একটাই পথ আবিষ্কৃত হয়েছিল তা হল ধর্ম আর এইধর্মের সকল কুস্কার মুলক ভয় ভীতি দেখিয়ে নারীদের কব্জা করে ফেলে পুরুষ আর সেই থেকেই পুরুষের কাছে জনপ্রিয়তা পায় ধর্ম । আর সেই তখন থেকেই নারীরা বন্দী, গ্রহণ করে পুরুষ থান্ত্রিক ধর্মের ফন্দী । আজ শুধু নারীরাই নয় গুটা মানব জাতি ধর্মের পাতা ফাঁদে, গলা ঝুলিয়ে ফাঁসলাগা অবস্তায় দাড়িয়ে আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন