শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

তুমি ভালথেক

যদি তোমায় পাইনা
তবুও ভাল থাকব
ভালবাসব তোমায় ।
তুমি ভাল থেক তোমার সব কিছু নিয়ে ।

আর পারযদি একটু ভালবাসা উড়িয়ে দিয়
বসন্তের হাওয়ায় ।

আমি সেই ভালবাসায় বিভোর হয়ে
তোমার দেয়া উপহার সাদা শার্ট পরে
তোমার শরীরের ঘ্রাণ নিয়ে আমি হারিয়ে যাবো,
আর কোনদিন ফিরবনা ।
তুমি ভালথেক ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন