শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

দেখা হবে বন্ধু সেখানে

দেখা হবে বন্ধু সেখানে
যেখানে তুমি চেয়েছিলে প্রথম আমার মুখ পানে
বলে ছিলে মোর কানে কানে
ভালবাসি ভালবাসি।
হায় সেইদিন সেইখন ...
ভরে ছিল মোরমন।
ওটে ছিল চাঁদ আকাশে অমাবৈশ্যার রাতে
দেখে ছিলাম এক অপূর্ব সুর্যোদয় প্রাতে
শুনেছিলাম এক নাম নাজানা পাখির কণ্টে মধুর গান
দেখেছিলাম এক মাতালকে প্রানের সুখে করছে শূরা পান
দেখে ছিলাম ধানের শিশে শিশির বিন্দু
দেখেছিলাম মুসলমান কিশোরীর কোমল হাত ধরল তার কিশোর প্রেমিক হিন্দু
দেখেছিলাম কি দারুন একটা ঘাস ফুল
আমের জামের কাটালের ডগায় সবুজ মুকুল
আমাদের প্রেমের উতালা বাতাস লেগে তখন ঝরতে ছিল কৃষ্ণ চূড়া, রজনীগন্ধা, শিউলি, হাসনাহেনা আর সেই ফুলের সুভাষে ভাসতে ছিলাম তুমি আর আমি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন